ফতুল্লা(আজকের নারায়নগঞ্জ): নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিকের অবৈধ পিস্তল ও গুলিসহ প্রেমিকা নাসিমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ অক্টোবর) রাত ৯টায় ফতুল্লার দক্ষিন মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাসিমা ওই এলাকার আবুল কাশেমের মেয়ে।
ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, এক সপ্তাহ আগে লিটন নামে এক মাদক ব্যবসায়ী তার প্রেমিকা নাসিমার কাছে ১০ রাউন্ড গুলিসহ ৩.২ বোরের একটি পিস্তল জমা রাখে।
বিষয়টি গোপন সংবাদের ভিত্তি জানতে পেরে এসআই কামরুল হাসান অভিযান চালায় নাসিমার বাসায়। তখন নাসিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় স্থানীয় লিটন তার কাছে একটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি রেখেগেছেন। লিটনকে সে পছন্দ করে তাই তার পিস্তল রেখেছে। এরপর নাসিমা পিস্তল ও গুলি পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ লিটনকে গ্রেফতারের চেষ্টা করছে।