বুনো ওলটা রাঁধতে গেলো
কাঁচা লোহার আকর ভরা,
ফেঁসোড় বেঁধে রান্না ঘরে
ভাবটা এমন খাইছে ধরা।
খাইতে গিয়ে দেখে মাসি
ধরে গলা রান্না ওলে,
রান্না ওলটা চুলায় দিয়ে
দিল ক’টা তেঁতুল ফেলে।
উল্টা পাল্টা নানান ভাবে
ওলটা নেড়ে ঘণ্ট করে,
খাবার সময় পরখ করে
এখনো তা গলায় ধরে।
ভিতরটা যার নষ্টে ভরা
কেমন ক’রে ভালো হবে,
রক্তে যাদের ময়লা ভরা
ধুলে কি সেই ময়লা যাবে?
সায়েদুল আরেফিন
১৭.১০.২০১৩