আজকের নারায়নগঞ্জঃ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার বলেছেন, রাজনীতির মানে হচ্ছে মানুষের সেবা। মানুষের সেবার মধ্য দিয়ে সৃষ্টিকর্তাকে পাওয়া যায়। নেতৃত্ব হচ্ছে এক ধরণের আমানত। এজন্য রাজনীতিকদের সৎ ও চরিত্রবান হতে হয়। আর কাউসার আহমাদ পলাশ ভাই হচ্ছেন আমাদের সেই অনুকরণীয় নেতা।
বুধবার (৬ জুন) ফতুল্লার এনায়েতনগরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৪৩৭১) এনায়েতনগর -ইউনিয়ন শাখার দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাত্তার আরো বলেন, সংগঠন হচ্ছে একটি পরিবারের মত। একে শক্তিশালী করতে হলে সুখ-দু:খ ভাগাভাগি করে ঐক্যবদ্ধ হতে হবে।
সংগঠনের সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বেলুর পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন-নাছির মিয়া, আবুল শরীফম রাজু, শহিদুল ইসলাম, মোঃ মাসুম, মোঃ মাসুদ, আবু সিদ্দিক, মোঃ রফিক, মানিক হোসেন মন্টু, মোঃ খোরশেদ, নুরুজ্জামান, মোঃ আজাদ, আমান উল্লাহ, সৈয়দ সেলিম প্রমুখ।