ক্রীড়া ডেস্ক(আজকের নারায়নগঞ্জ): গেলো বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোট ১০০ রান করেন ইমরুল কায়েস। ৭৭ বলে ৬৬ রানের একটি ঝকঝকে ইনিংসও রয়েছে বাম-হাতি এই ব্যাটসম্যানের। যদিও গেলো ১ বছরে টেস্ট দলে নিয়মিত হলেও রঙিন জার্সিতে দলে সুযোগ মিলছিল না ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যানের।
এশিয়া কাপের ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য খুলনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লাল-সবুজ দলের খেলা রেখেই সংযুক্ত আরব আমিরাতে উড়ে যান। সুপার ফোরের ‘ডু অর ডাই’ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেলেন। দলের এই ক্লান্তিলগ্নে মাঠে নেমেই দেখালেন মরুর বুকে কিভাবে ব্যাট চালাতে হয়।
আজ রোববার আবুধাবিতে নেমেই তুলে নিলেন ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি।
খাদের কিনারে দাঁড়িয়ে থাকা দলকে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে গড়লেন ১২৮ রানের জুটি।
রিয়াদ ফিরেছেন ৮১ বলে ৭৪ রান করে। তবে শেষ পর্যন্ত উইকেটে থেকে ইমরুল ৮৯ বলে ৭২ রানে বাংলাদেশকে পুঁজি এনে দেন ৭ উইকেটে ২৪৯ রানের।