ক্রীড়া ডেস্ক(আজকের নারায়নগঞ্জ): সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচে দলকে জয় এনে দিতে একমাত্র গোলটি করেছন বাংলাদেশ দলের খেলোয়াড় তপু বর্মণ। গোল পেলেও নিয়ম লঙ্ঘনের দায়ে হলুদ কার্ড খেতে হয়েছে চার নম্বর জার্সি পরিহিত এ খেলোয়াড়কে।
বৃহস্পতিবার মাঠে নামার পর থেকে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালায়। তবে গোল পাচ্ছিল না কোনো দলই। শেষ মুহূর্তে খেলার ৮৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন বাংলাদেশর তপু বর্মণ।
উত্তেজনার এ ম্যাচে শেষ মুহূর্তে গোল পেয়ে আনন্দ উদযাপন করতে গিয়ে নিজের গায়ে থাকা জার্সি খুলে ফেলেন তিনি। রেফারিও এক মুহূর্ত দেরি না করে নিয়ম লঙ্ঘনের দায়ে তাকে হলুদ কার্ড দেখিয়ে দেন।
তপু হলুদ কার্ড পেলেও শেষ মুহূর্তে উল্লাস করেই মাঠ ছেড়েছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। দর্শকরাও ছিলেন বেশ উল্লাসিত।