স্টাফ রিপোর্টার(আজকের নারায়নগঞ্জ): নারায়নগঞ্জ শহরের চাষাড়ায় ট্রাকের চাপায় শেফালী বেগম (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। নিহত শেফালী বেগম মাসদাইর এলাকার জালাল উদ্দিনের স্ত্রী।
৪ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের চাষাড়া রাইফেল ক্লাবের সামনে এঘটনা ঘটে। ট্রাকসহ চালককে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
ট্রাফিক ইন্সপেক্টর শরফুদ্দিন জানান, মাসদাইর এলাকার শেফালী বেগম নামের মহিলা সকালে রাইফেল ক্লাব সামনের সড়ক পারাপারের সময় একটি ট্রাকের চাকার নিচে চাপা পরে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
খানপুরের ৩’শ শয্য হাসপাতালের জরুর বিভাগের কর্তব্যরত চিকিৎসক সরোয়ার হোসেন খান বলেন, দূর্ঘটনায় আহত মহিলাটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। লাশটি তার পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।