বন্দর প্রতিনিধি(আজকের নারায়নগঞ্জ):
বন্দরে বাবুপাড়া যুবসংগঠন উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বন্দর থানার সোনাকান্দা কিল্লা মাঠ প্রাঙ্গনে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার । প্রীতি ক্রিকেট ম্যাচের শুভ-উদ্বোধন করেন ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ।
বন্দর বাবুপাড়া যুবসংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান বাদলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক শহিদুল ইসলাম শিপু, সাইফুল ইসলাম স্বপন, মাহাবুব, ইরফাত আলী রাকিব, ফারুক হোসেন কাজিম আহাম্মেদ বায়জিদ, খোরশেদ আলম, পিয়ার হোসেন টিটু ও সাহাদাত প্রমুখ।
প্রীতি ম্যাচে বাবুপাড়া যুবসংগঠনের সিনিয়র ব্যাচকে ৪ রানে পরাজিত করে জুনিয়র ব্যাচ বিজয় অর্জন করেন।
পরিশেষে প্রধান অতিথি হান্নান সরকার বিজয়ীদের হাতে ট্রফি তুলেদেন।