তুমি আসবে বলেই August 27, 2018– সালমা শেফাতুমি আসবে বলেই অপেক্ষায় ছিলাম একদুপুর কি ভীষণ রোদ! যেন আগুন ফুলকি! তুমি আসবে বলে সব সুগন্ধি গায়ে মেখেছি রামধনু রঙে সেজেছি অনুক্ষণ… তুমি এলে অবশেষে। রোদের ফুল্কি হয়েছে ফুল! তোমার জন্য একমন কতোটা আকুল!!