আজকের নারায়নগঞ্জ ডেস্কঃ
নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পরিবার কর্তৃক দেবোত্তর সম্পত্তি দখল ও আত্মসাতের হীন চক্রান্তের অভিযোগ এনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চলছে শহরে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর থেকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানবন্ধনটি শুরু হয়।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত (বিকাল ৩টা) কর্মসূচিটি চলছিল।
এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্যে পরিষদ, নারায়ণগঞ্জ জেলা ও
মহানগর পূজা উদযাপন পরিষদ।
মানববন্ধনে বক্তাদের দাবী, দেওভোগস্থ ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাজ লক্ষ্মীনারয়ণ জিউর
বিগ্রহ মন্দিরের সম্পতি জিউর পুকুরটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা
হায়াৎ আইভীর পরিবার কর্তৃক দখল ও আত্মসাৎ এর হীন চক্রান্ত করছে।
মানব বন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি দেয়ার কথা
রয়েছে।