স্টাফ রিপোর্টার (আজকের নারায়নগঞ্জ): জাতীয় পুরস্কার কমিটি নীতিমালা অনুযায়ী ‘জাতীয় যুব পুরস্কার-২০২০’ এর জন্য মনোনীতদের তালিকায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে ২৬ সফল আত্মকর্মী ও সংগঠকের মধ্যে নারায়ণগঞ্জের বাংলাদেশ নারী উন্নয়ন ও হস্তশিল্প ফাউন্ডেশনের ফাতেমা মনির যুব নারী দ্বিতীয় স্থান হয়ে ৫০ হাজার টাকা ও ক্রেস্ট পান। এ পুরষ্কার আত্মকর্মী ও সংগঠকের হাতে তুলে দেন জাতীয় যুব পুরস্কার দেয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পুরষ্কার নিয়ে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশ নারী উন্নয়ন হস্তশিল্প ফাউন্ডেশন নারায়ণগঞ্জের সভাপতি ফাতেমা মনির।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারী উন্নয়ন হস্তশিল্প ফাউন্ডেশন নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, কোষাধ্যক্ষ সাদিয়া শারমিন, কার্যকারী সদস্য সাবরিনা সুলতানা, সদস্য মনিরা হক, বিউটি বেগম, কহিনুর, সুমাইয়া আকন্দ মৌসুমি, মোমেন হোসেন প্রমূখ।