–ওসমান গণী
অনেক পথ এখনো হয়নি দেখা
আজ ও অনেক পথ অপরিস্কার,
কত পথ আছে আজও অসম্পূর্ণ
সবটাকেই করতে হবে সংস্কার!
আসা যাওয়ার মাঝে সবাই
ব্যস্ত তাই নিজ নিজ কাজে,
ভুল ত্রুটিগুলো কোথায় লুকিয়ে
কেইবা দেখছেন তা খুঁজে!
অডেল সম্পদ আছে কত জনের
তবুও যেন চাওয়ার অন্ত নাই,
কত পেলে মিটবে তাদের ক্ষুধা
সে কথাটি ভেবে দিশা নাহি পাই!
চেয়ে দেখো নয়নমেলে
শাসন শোষণ করছে কারা,
কতো কিছু আজও অবহেলিত
কেউতো বলছেনা একটু দাঁড়া !