আজকের নারায়নগঞ্জ ডেস্কঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন (সিবিএ) সভাপতি মহসিন ভূইঁয়ার নেতৃত্বে বিভিন্ন কর্মসূচী গ্রহন করে।
এর মধ্যে কেন্দ্রীয় কমিটি ছাড়াও বিভিন্ন ডকইয়ার্ড ও ঘাঠ এলাকাগুলোতেও স্থানীয় নেতাকর্মীরা র্যালিসহ বিভিন্ন কর্মসূচী পালন করে।
গত ১৪ আগষ্ট জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে শ্রমিক-কর্মচারী পেশাজীবি-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আলোচনা সভায় নেতাকর্মীদের নিয়ে যোগ দেন এবং মঞ্চে বঙ্গবন্ধু সম্পর্কে বিশেষ বক্তব্য রাখেন।
এ ছাড়াও ১৫ আগষ্টে ভোরে নেতাকর্মীদের নিয়ে ৩২ ধানমন্ডিতে বঙ্গবন্ধু যাদুঘরে র্যালি নিয়ে অংশ নেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।