আজকের নারায়নগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৩৫ মেঃ ওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের সিম্পল সাইকলে (গ্যাস টারবাইন) এবং ভুলতা ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার ( ৫ আগষ্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক রাব্বি মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মইনুল হকসহ প্রমুখ।