বন্দর(আজকের নারায়নগঞ্জ) : নারায়ণগঞ্জ বন্দরে অটো বাইক চাপায় প্রথম শ্রেনীর ছাত্র লিমন (৭) নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধা ৭টার সময় বন্দরে রূপালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অটোবাইকসহ চালক বাদশা মিয়া (৩০) কে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর খেয়াঘাটে থেকে বেপোরোয়া ভাবে একটি অটো বাইক সোনাকান্দা যাবার পথে রূপালী আবাসিক এলাকায় রাস্তার পাশ দিয়ে তার পিতার সাথে দোকানে আসার পথে শিশু লিমনকে চাপা দিলে গুরুতর আহত হয়। শিশুটিকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে। নিহত শিশু লিমন একই এলাকার দিন মজুর সোহাগ মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যপারে বন্দর থানার ওসি শাহীন মন্ডল বলেন, রূপালীতে অটো চাপায় লিমন নামে এক শিশু নিহত হয়েছে। অটো চালককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা কোর্মিটোলায় বাস চাপায় ২ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সারা দেশ যখন উত্তাল সে সময় বন্দরে অটো বাইক বেপোরোয়া গতিতে চালিয়ে শিশু ছাত্রকে চাপা দিয়ে নিহত করে। এ ঘটনার পর থেকে বন্দরের রূপালী এলাকায় সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।