মফিজুল ইসলাম, পিপিএম
বাঙ্গালীর প্রানের উৎসব
করোনা দিল মাটি,
তাতে কি? যদি হতে পারি,
আগের চাইতে খাঁটি।।
চায়ের দোকানে আড্ডা নেই
নেই চুগলখোর, পরনিন্দাকারী
যদিও আছে কিছু
চাল চোরা কারবারী।।
যদিও পারলাম না মেলায় যেতে
ঘুর দৌড় আর ঘুড়ি উড়াতে
যদিও পারলাম না পান্তা-ইলিশ
আর জিলাপি খেতে,
তথাপিও বলি, করোনা যেন দুর হয়ে যায়
সচেতনতা ও সভ্যতাটা থেকে যায়
যুগ যুগ ধরে
ক্ষতি নাই মোটেও তাতে।।
পুলিশের মানবিকতা
ডাক্তারের ফ্রি সেবা
জনপ্রতিনিধিদের জনদরদী
এটা ছিল সময়ের দাবী,
জনগনের আইন মানা
সচেতন হয়ে জীবন চলা
এটাই হলো সভ্যতার চাবী।।
এসো সচেতন হই, অন্যকে সচেতন করি
ঘরে বসে বৈশাখ পালন করি
পরবর্তী প্রজন্মের জন্য
একটি সুন্দর রাষ্ট্র গড়ি।।