জাহাঙ্গীর হোসেন (আজকের নারায়নগঞ্জ): ইউটিউবের প্রিয় মুখ নারায়ণগঞ্জের কৃতি সন্তান জার্মান প্রবাসী ‘বুলবুল ফ্রম জার্মানি’ আর নেই।
তিন দিন আগে তিনি প্রয়াত হয়েছেন।
বুলবুল ফ্রম জার্মানি মোট ১৭৮৬টি ভিডিও আপলোড করেছিলেন। মোট ভিউ ৫ কোটির অধিক।
ইউটিউবে তিনি সক্রিয় ছিলেন ২০০৯ সালের নভেম্বর থেকে।
ফেসবুক গ্রুপ প্রসঙ্গ নজরুল-সঙ্গীত এবং নজরুল-সঙ্গীত ভিত্তিক ইউটিউব HR Channel এর প্রতিষ্ঠালগ্নে তিনি অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন।
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।