নওগাঁ থেকে মাহবুবুজ্জামান সেতু(আজকের নারায়নগঞ্জ): নওগাঁর পত্নীতলা উপজেলার হরিরামপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুর কাদের (২৩) এবং মাসুদ রানা (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
সোমবার ভোররাতে পত্নীতলা উপজেলার হরিরামপুর গ্রামের মাসুদ রানা বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মাসুদ রানা পত্নীতলা উপজেলার হরিরামপুর গ্রামের রকিবুল ইসলামের ছেলে এবং আব্দুর কাদের রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ওসি কে এম শামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ রানার বাড়ি থেকে ১০ গ্রাম হিরোইন ২৩ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।