–আবু নাসির
আমার হাসির বাতাসে আগুন জ্বলে
কান্নায় বেরোয় রক্ত
আমি অনাচারকে করবো খতম
মানবতার হবো ভক্ত।
আমি মাটি খুঁড়ে ফলাব ফসল
অন্ন জোগাবো অনাহারে
আমি বিধ্বংসী টর্পেডো হয়ে
ধ্বংস করবো অত্যাচারে।
আমার বজ্রধ্বনি বুলেট হয়ে
বুক ভেদিবে জালেমের
আমি করবো পূজা মানবতার
পদচুম্বন করবো কামেলের।
আমি শান্ত হবো শান্তির ছোঁয়ায়
অত্যাচারীর হবো যম
মানব সেবায় দিন যাবে মোর
যতোদিন রবে আমার দম।।