সিদ্ধিরগঞ্জ(আজকের নারায়নগঞ্জ): হাত-পা বেঁধে ১ম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করেছে আবির হোসেন (১৮) নামের এক যুবক। এমন অভিযোগ আজ শনিবার সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (২৭ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি ভূইয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
অভিযোগের বাদী গনমাধ্যমকর্মীদের জানান, উপরোক্ত এলাকার দিল মোহাম্মদের বাড়িতে তাঁরা স্বপরিবারে বসবাস করেন। বাড়ির মালিকের ভাই আলী হোসেনের ছেলে আবির শুক্রবার বিকেলে সকলের অজান্তে তাঁর মেয়েকে নিজ ঘরে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষনের চেষ্টা করে। এ সময় মেয়ের চিৎকারে তিনিসহ আশ পাশের লোকজন ছুটে গেলে দৌড়ে পালিয়ে যায় আবির। পরে আবিরের পরিবারের লোকজন অর্থের লোভ দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। এতে রাজী না হওয়ায় এবং এ ঘটনায় থানা পুলিশ করলে আবিরের পিতাসহ পরিবারের অন্যান্য সদস্যরা এলাকা থেকে বের করে দেয়াসহ বিভিন্ন ধরের হুমকি দেয়।
সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইন-চার্জ আব্দুস সাত্তার জানান, এ ঘটনায় শিশুটি মা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত আসামী আবিরকে ধরতে অভিযান চলছে।