–এমদাদুল হক মিলন
নারী শুধু মা নয় ডায়নীও হয়,
মেয়ে শুধু ভালবাসার বস্তু নয় ঘৃণারও পাত্র হয়।
নাগিনী বেশে ছোবলও মারে,
গন্ধ ছড়ায় পুরো গাঁ নয় দেশ কি সমগ্র দুনিয়ায়।
পিশাচ হয় নর কু-চরিত্রের হলে,
ধিক্কার দেয় শুধু জাতি নয় সারাদেশ বিশ্ব মলে।
শত ধিক্ ঘৃণা ঢালে সচেতন দলে,
নরও নির্বোধ খায় অন্যের ভোগে দূষিত ফসল।
হায়রে মানবতা! হায়রে সচেতনতা,
আঁধারের আড়ালে বিশ্রী কালো তোর মানবতা।
কিসে সুখ-সম্মান আজও বুঝলিনা,
মানবের রূপে তৈরী নিজেকে বিশ্রী ধ্বংস খেলা।
মানব হও সচেতন,রাখো ভয় ওপারে,
সব ছেড়ে চলে যাবে বিচার হবে শেষ বিচারেতে।
আল্লাহ ন্যায় বিচারক করবেন বিচার,
নেই রক্ষা কোন, যদি না মিলে নবীর(স) সাফায়াত।