–বিপাশা গুহঠাকুরতা
চীন দেশের চীনা মানুষ, আজব তাদের ধরণ ভাই।
মুখ ভর্তি হাসি সদা, কথা বলে চা চুং চাই।
দেখা হলে কারো সাথে বলবে প্রথম ‘নি হাঁও’।
জানতে আমার ইচ্ছে করে – তোমরা ও সব কী খাও!
বাদুর, ইঁদুর, শামুক, ঝিনুক, তেলেপোকা, বিচ্ছু,
কুকুর, বেড়াল, শাপ, ব্যাঙ – বাদ দাও না কিচ্ছু!!