সোনারগাঁ(আজকের নারায়নগঞ্জ): বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় ইট দিয়ে আঘাত করে এক তরুনীকে হত্যার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার কাচঁপুর ইউনিয়নের খাসপাড়া গ্রামের ফজলুল হকের মেয়ে সায়মা আক্তার (২০) কে দীর্ঘ দিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছে তার বোনের দেবর রিয়াজ মিয়া। গত মঙ্গলবার রিয়াজ মিয়া তার ভাইয়ের শ্বশুর বাড়িতে গিয়ে তার বিয়াইন সায়মা আক্তারকে ঘরে একা পেয়ে আবারো বিয়ের প্রস্তাব দেয়।
এতে সায়মা আক্তার রাজি না হওয়ায় রিয়াজ মিয়া ইট দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় সায়মার আত্মচিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে সে পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় সায়মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।