আজকের নারায়নগঞ্জঃ ৩০ লক্ষ শহীদের স্মরণে সারাদেশের মতো দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ বীর শহীদের স্মরণে দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লাখ বৃক্ষরোপণের কমর্সূচি গ্রহণ করেছে সরকার।
এরই অংশ হিসাবে শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় ২০টি বৃক্ষরোপন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিদ্যালয়ের প্রতিস্ঠাতা সদস্য আলহাজ্ব মনিরুল আলম সেন্টু, বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন,সহ সভাপতি মোঃজাহাঙ্গীর আলম,সম্পাদক মোঃআরিফ উজ জামান, সহঃ সম্পাদক মোঃদেলোয়ার হোসেন, পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য আলহাজ্ব মোঃমোজাম্মেল হোসেন, আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির বেপারি, আলহাজ্ব মোঃইমাম হোসেন, আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন,মোঃমনিরুল ইসলাম বাবু,বিদ্যালয়ের শিফট ইন চার্জ মোঃশামিম মিয়া,মোঃকামরুজ্জামান, শিক্ষক মন্ডলীসহ অন্যান্যরা।