এই তো বেশ
– আলাউদ্দিন গাজী
এই তো বেশ
নদীর তীরে বসে
গান শোনা।
এই তো বেশ
শাপলা ফুলে
ঘাস ফড়িংয়ের খেলা।
এই তো বেশ
কচু পাতায় শিশির ভেজা
মুক্ত ঝরে পড়া ।
এই তো বেশ
তোমার সজল কাজল চোখে
আবীর মাখা।
এই তো বেশ
নয়নে নয়নে
হৃদয় বিনিময় করা।
এই তো বেশ
মায়ের কোলে
শিশু ঘুমিয়ে থাকা।