আজকের নারায়নগঞ্জঃ একজন অসুস্থ মা ফুটপাতে শুয়ে কাতরাচ্ছেন। তার পাশে মাতৃসেবায় ব্যস্ত ছোট্ট ২ অবুঝ সন্তান। মাথায় পানি ঢেলে মায়ের জ্বর প্রশমন করার চেষ্টা করছে বড় ছেলেটি। ছোট ছেলেটির আর কিছু করার ক্ষমতা নেই দেখে বিদ্যুতের একটি খুঁটিতে মাথা ঠেকিয়ে রেখে তার অসহায়ত্ব প্রকাশ করছে। পাশে কারা যেন রুটি-কলা রেখে গেছে। পানি রাখার জন্য কোনো পাত্রও নেই তাদের। কুড়িয়ে পাওয়া মিনারেল ওয়াটারের বোতলেই কাজ চালিয়ে নিচ্ছে শিশুটি।
রাজধানী ধানমন্ডির সোবহানবাগ মসজিদ থেকে ২০০ গজ দক্ষিণের ফুটপাতে এ মানবিক দৃশ্য চোখে পড়ে।
ঢাকা শহরে এমন চিত্র অহরহ৷ অসংখ্য মানুষ ফুটপাতে ঘুমায়। তারা এ দেশের নাগরিক হয়েও যেন পরবাসী। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যসহ থাকার জায়গা হলেও ঢাকার ছিন্নমূল মানুষদের ফুটপাত ছাড়া আর কোথাও ঠাঁই হয় না ।
সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল থেকে ছবিটি ফেসবুকে ভাইরাল হবার পর কোনো এক সহৃদয়বান ব্যক্তি মহিলাটিকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করিয়ে দেন।