সংবাদদাতা,বন্দরঃ বন্দরে ৫৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ আসলাম (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ ।
সোমবার বিকেলে সাড়ে ৩টায় বন্দর থানার চিড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে রাস্তার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৫(৭)১৮।
গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী আসলাম একই এলাকার মৃত সাহাজ উদ্দিন মিয়ার ছেলে। ধৃতকে মাদক মামলায় মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।