সংবাদদাতা,বন্দরঃ বন্দর থানার তালিকাভূক্ত র্শীষ মাদক ব্যবসায়ী ব্লাক জনিসহ ২ মাদক ব্যবসায়ীকে ১ দিনের রিমান্ড শেষে ফের আদালতে প্রেরণ করেছে বন্দর থানা পুলিশ।
সোমবার বিকেলে ধৃত ২ মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে ১ দিনের রিমান্ডে আনে পুলিশ। যার মামলা নং- ৬৩(৬)১৮।
জানা গেছে, ২৬ জুন সোমবার বিকেলে র্যাব ১১ সিপিসি আদমজীনগর ডিএডি রবিউলসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নস্থ সুচিয়ারবন্ধ এলাকা কুখ্যাত মাদক ব্যবসায়ী ব্লাক জনী নির্মানাধীন বিল্ডিং এর আন্ডার গ্রাউন্ডে বিশেষ ভাবে নির্মিত গোপন কক্ষে অভিযান চালায়।
অভিযান চলাকালে ওই সময় র্যাব কর্মকর্তারা সুচিয়ারবন্ধ এলাকার আমান উল্ল্যাহ আমু মিয়ার ছেলে বন্দর থানা তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ব্লাক জনীকে দেহতল্লাশী করে ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট ও শুভকরদী এলাকার মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে কুখ্যাত অপর মাদক ব্যবসায়ী নাদিমের কাছ থেকে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং মাদক বিক্রির ৩৫ হাজার ৭’শ ৬০ টাকা জব্দ করে।
এ ব্যাপারে র্যাব ১১ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে। র্যাব ১১ রুজুকৃত মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানা উপ-পরিদর্শক আঃ হামিদ গ্রেপ্তারকৃত ২ মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত সোমবার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরদের নিবির ভাবে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে তাদের পুনরায় আদালতে প্রেরণ করেছে ।