সুরাসুরের ছড়া – রফিক সুলায়মান July 1, 2018সুরাসুরের ছড়া –রফিক সুলায়মানকাকে কাকে লেগে গেছে ঢিমেতালে কোলাহল কারা কারা অপরাধী ছলাকলা ‘সুদাসল’ মহাবুলে ছড়া লিখে সুরাসুরে ঢালে জল। কাকে কাকে বলাবলি গলাগলি বাহুবল। কড়াকড়ি তেলেঘিয়ে ধরাধরি গ্যাঁড়াকল।