আজকের নারায়নগঞ্জ ডেস্কঃ জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসের ভিসা বাতিল করে দিয়েছে ভারত। শুধু তাই নয়, ভারতের কালো তালিকাভুক্ত ব্যক্তিদের তালিকাতেও অন্তর্ভুক্ত হয়েছে তার নাম।
অবিলম্বে ফেরদৌসকে দেশে ফেরার ভারতীয় নির্দেশে নির্ধারিত সফর শেষ হওয়ার আগেই ফেরদৌস ভারত ছেড়ে মঙ্গলবার(১৬ এপ্রিল) রাতেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিস জানায়, বিজি ০৯৬ ফ্লাইটে কলকাতার স্থানীয় সময় রাত ৯টায় নায়ক ফেরদৌস ঢাকার পথে যাত্রা করেন।
অপরদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌছান ফেরদৌস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এ এস পি সাখাওয়াত হোসেন গনমাধ্যমকে জানান, ‘রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌছান ফেরদৌস। এরপর বিমান বন্দরের আনুষঙ্গিক কাজ সেরে চলে যান।’
জানা যায়, ভারতের রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালালের হয়ে ভোট চেয়েছেন বাংলাদেশের এই জনপ্রিয় নায়ক।
তৃণমূল প্রার্থী কানাইয়ালালের নির্বাচনী এজেন্ট মুসাররফ হুসেন জানান, ‘ফেরদৌস বাংলাদেশে একজন জনপ্রিয় অভিনেতা। আমরা তাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে রোড শোতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছিলাম এবং তিনিও আমাদের ডাকে সাড়া দিয়ে রাজি হয়ে এসেছেন। এতে আমরা আনন্দিত।’
বাংলাদেশের নায়ক ফেরদৌসের তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া প্রসঙ্গে রাজ্যের বিজেপি সভাপতি দীলিপ ঘোষ বলেন, ‘ভারতের একটি নিবন্ধিত রাজনৈতিক দল কীভাবে বিদেশি নাগরিককে দিয়ে রোড শো করাচ্ছে তা আমাদের বোধগম্য নয়? এমন ঘটনা দুঃখজনক। এরপরে হয়তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দিয়ে তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য ডাকতে পারেন। আমরা এই ঘটনার নিন্দা জানাই।’
উল্লেখ্য, গত ১৪ ও ১৫ এপ্রিল তাকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় দেখা গেছে। ভোট প্রার্থনাসহ খোলা জিপে রোড শো’তে রাজ্যের তিনটি শহরে অংশ নিয়েছেন তিনি। এ সময় তার পাশে কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক অঙ্কুশ হাজরা, পায়েল সরকারসহ বেশ কিছু তারকাকে দেখা গেছে।