সংবাদদাতা,সিদ্ধিরগঞ্জঃ সিদ্ধিরগঞ্জে গোসল করতে নেমে শীতলক্ষ্যা নদীতে ডুবে আশিক (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুন) বিকাল সাড়ে ৫টায় শীতলক্ষ্যা নদীর শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশিক নাসিক ৫নং ওয়ার্ডস্থ সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র এবং ওমরপুর এলাকার আইনুল হকের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ জুন) বিকাল ৫টায় বন্ধুদের সাথে ফুটবল খেলে শীতলক্ষ্যা নদীতে গোসলের উদ্দেশ্যে নেমে হঠাৎ করেই পানিতে তলিয়ে যায় আশিক। পরে সহপাঠী বন্ধু ও স্থানীয় যুবকরা খোঁজাখুজির পর তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে।