এস এ শামীম
ক্যামেরাটা হাতে নিয়ে
দৌড়ান দিনে রাতে
মানুষের সুখে দুখে
কাজ করে যান
পত্রিকা জগতের
প্রিয় ভাইজান।
খিলি পান মুখে নিয়ে
কথা বলে হাসি দিয়ে
সুধীজন সমাবেশে
ব্যস্ততা ধীর
মোগল আমলী নাম
জা,,, হা,,, ঙ্গী,,,র ।
কবি কবি ভাব নিয়ে
কাব্য সভায় গিয়ে
হরদম ছবি তোলে
নিউজে সাজান
কবি সুধী জন মন
জয় করে যান।
কবি আর কবিতাকে
মনে প্রাণে ভালবেসে
পান রাঙ্গা হাসি ঠোঁটে
স্বাগত জানান
কবিদের মন জুড়ে
বিনম্র কথা সুরে
বাসর সাজান ।
ছোট বড় সকলের
প্রিয় ভাইজান।