– হাসান রেজা সায়ীদ
সবাইতো ফিরে পেতে চায় সব।
শৈশব, যৌবন, তারুণ্য এমনকি
শিশুকাল মায়ের কোলে।
অন্ধ সময় পাখা মেলে দূরের সাগরে
যেখানে জলের চোখে
বয়সের ছানি কথা বলে।
এমনই তো হয়, বদলে যাওয়ার পথে
স্মৃতির বাষ্প বাতাসে মিলায়,
কিছু ঘনীভূত হয় শীতলতায়-
তারপর বিন্দুবিন্দু জল হয়ে
গড়িয়ে পড়ে, সময়ের ঠোঁট ছুঁয়ে
মনোদিঘীর বেআব্রু কোলে।