© সায়েদুল আরেফিন
নষ্ট ভ্রষ্ট রাজনীতিবিদ
তলে তলে মিল,
সুযোগ বুঝে কোপটি মারে
মৌচাকে দেয় ঢিল।
মালের নেশায় মহুয়া মাতাল
কামিনী চায় সাথে,
দিনের আলোয় মালের খেলা
নায়িকা লাগে রাতে।
নমিনেশন দিয়ে দিলাম
পাঁচজন এক সীটে,
গুনে নিলাম কোটি টাকা
গুঁজে রাখি গাঁটে।
নষ্ট মেয়ে পেলো টিকেট
কারণ আছে তাতে,
হয়তো তারে লাগতে পারে
বিদেশ সামাল দিতে।
রাজাকারের পোলার টিকেট
ভাইয়া ইস্যু করে,
রনি আসে ধানের শীষে
নৌকা ফেলে চরে।
নৈতিকতার লেশ মাত্রও
নেইকো দলে আর,
টাকা পেলেই আমার দলটি
হয়ে যাবে তার।
মুক্তিযুদ্ধ, কান্নাকাটি
এসব ঢঙয়ের বুলি,
রাজাকারের পুলা তাই
তাদের নিয়েই চলি।