– অনুপা দেওয়ানজী
হট্টিটির মা লো
তোর হট্টিটিরা কই?
টুকটুকে লাল চশমা চোখে
খুঁজিস কারে সই?
‘হট হট -হট হটে যা সব
কেন করিস তুই?
তোরে ভয়ে যে লুকিয়ে থাকে
পোকামাকড়, উই।
বারো মাসই দেখি তোকে
খোলা মাঠে উড়িস
কখনো বা নিরিবিলি
ছাদেও দেখি ঘুরিস।
চাঁদনি রাতে হেঁটে বেড়াস
হটহটিয়ে যখন
ইচ্ছে করে তোর ডানাতে
চড়তে আমার তখন।