মহানগরের সিদ্ধিরগঞ্জে বাকি বিল্লাহ (৭০) ও কালাম (৪২) নামে দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১১ মে) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন ও ইব্রাহীম পাটোয়ারী সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে নাসিক ৩নং ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকাস্থ হক সুপার মার্কেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে ২০১২ সালের সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতরা হলো, নাসিক ৩নং ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে বাকি বিল্লাহ ও একই এলাকার জালাল উদ্দিনের ছেলে কালাম।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: নজরুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানায়, শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১২ সালের সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।