আজকের নারায়নগঞ্জঃ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ বলেছেন, পৃথিবীতে ধনবান মানুষ যেমন আছে তেমনি রয়েছে ছিন্নমূল অবহেলিত মানুষ। যাদের দুবেলা দুমুঠো ভাতের জন্য সংগ্রাম করতে হয় প্রতিক্ষণে। যাদের কোনো উৎসব নেই আছে বেঁচে থাকার জন্য অন্তহীন জ্বালাময় জীবন।
মানুষ সবাই সমান। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত। সবাই ভালো কাজে তাঁদের সক্রিয় অংশগ্রহন নিশ্চিত করলেই গড়ে উঠবে সোনার বাংলাদেশ। আসুন আমরা বঞ্চিতদের দিকে সাধ্য মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিই।
(১০ জুন ২০১৮) রবিবার দুপুরে পাগলা তালতলা এলাকায় লায়ন ট্রাক চালক সমিতির কার্যালয়ে লায়ন ট্রাক চালক সমিতির সভাপতি মোঃ বশির মিয়ার সভাপত্বিতে দুস্থ্যদের মাঝে সেমাই চিনি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির দক্ষিন বঙ্গের লাইন সম্পাদক আবুল হোসেন, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগণা শাখার, কার্যকরী সভাপতি মোঃ বাবুল আহম্মেদ, সাধারন সম্পাদক জজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মফিজুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক উবায়েদুর রহমান ওবায়েদ, আবু তাহের,আলীগঞ্জ ক্লাবের ক্যাশিয়ার আরিফ হোসেন প্রমুখ।
প্রায় ৫ শতাধিক গরীব দুস্থদের মাঝে এই সেমাই চিনি বিতরণ করা হয়।