আজকের নারায়নগঞ্জঃ বিলুপ্ত নগর বিএনপি’র সাবেক সভাপতি, বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস এসোসিয়েসন-এর সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)।
৯ জুন রাত ১১ টায় ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম গত ৫ এপ্রিল থেকে গুরুতর অসুস্থ্য অবস্থায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাঁর দুটি কিডনীই ড্যামেজ ছিলো।
এছাড়াও তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। রাজনৈতিক জীবনে সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে তার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হয়েছে ।