শূন্য October 27, 2018– অপর্ণা খানতুমিহীন শূন্য শূন্য মন তুমিহীন আনমনা অকারণ তুমিহীন চঞ্চল এ ক্ষণ। তুমিহীন উতলা জীবন তুমিহীন অনিচ্ছা পুরণ তুমিহীন সেচ্ছা মরণ তুমিহীন বিষন্ন বদন তুমিহীন ক্লান্ত চরণ। তুমিহীন অযাচিত নির্বাসন।