স্টাফ রিপোর্টারঃ ফতুল্লা বিএনপি থেকে ঘোষণা দিয়ে পদত্যাগ করলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোক্তার মহাজন।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) তিনি ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদ থেকে অব্যাহতি চেয়ে ইউনিয়ন ও থানা বিএনপির সভাপতি বরাবরে চিঠি পাঠিয়ে দেন।
এ চিঠিতে তিনি উল্লেখ করেন,১০ বছর যাবত তিনি দেশ,দল ও মানুষের সেবায় রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছেন। বর্তমানে তার বয়স ৭০ হওয়ায় শারিরীকভাবে অসুস্থ ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ি । ডায়াবেটিকস,কিডনী,লিভার,প্রেসার,চোখের সমস্যায় ভোগার কারনে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ায় রাজনৈতিক পদ-পদবী হইতে অব্যাহতি চাচ্ছে। অন্যথায় তার জীবন সংকটাপন্ন হয়ে পড়তে পারে।
পরে মোক্তার মহাজন স্বাক্ষরিত চিঠি কুতুবপুর ইউনিয়ন সভাপতি লুৎফর রহমান খোকা এবং থানা বিএনপি সভাপতি শাহআলম বরাবরে ডাকযোগে পাঠিয়ে দেন। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।