1. admin@ajkernarayanganj.com : admin :
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে র‌্যাব পরিচয়ে ছিনতাই, পৌরসভা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক গ্রেপ্তার সোনারগাঁয়ে হামলা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা সহ গ্রেপ্তার-৩ শয়তানের নি:শ্বাস সহ রাসায়নিক দ্রব্য নিয়ে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার সোনারগাঁ বিএনপির আলোচনা সভা ও দোয়া ‌শেখ হা‌সিনার উন্নয়ন তু‌লে ধর‌তে মোশাররফ হোসেনের মত‌বিনিময় সভা সোনারগাঁয়ে পথসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের সোনারগাঁয়ে স্বামীর গোপনাঙ্গে আঘাত করে খুন, স্ত্রী আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় নিহত দুই আওয়ামী লীগের উন্নয়ন প্রচার সমাবেশ করেন নৌকা প্রত্যাশী মাসুদ দুলাল প্রধান শিক্ষক কামাল হোসেনের বিরুদ্ধে জাল সনদের অভিযোগ

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৬ বছর পূর্তি উদযাপন

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭২ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৬ বছর পূর্তি উৎসব পালন করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব পালিত করা হয়। সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৬ বছর পূর্তি উপলক্ষে পায়রা উড়িয়ে, কেক কেটে ও গুণিজন সম্মাননা প্রদান করা হয়।

সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আহসানউল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহাগ রনি, উপজেলা আওয়ামী লীগের সদস্য ছগির আহম্মেদ, নাসরিন সুলতানা ঝরা, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন সরকার, আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোস্তফা কামাল নীলু, মো. জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মহিলা আওয়ামীলীগের উপজেলা সভাপতি অ্যাডভোকেট নুরজাহান বেগম সহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে গত ৩৫ বছর পূর্তি উপলক্ষে ঘোষিত গুণিজন সম্মাননা -২২ প্রদান করা হয়। এতে রাজনীতি ক্যাটাগরিতে সাবেক এম সি এ ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাজেদ আলী মিয়া(মরণোত্তর), ক্রীড়া ও সমাজ সেবা ক্যাটাগরিতে পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এবং পর্যটন ও চলচ্চিত্র ক্যাটাগরিতে বাংলার তাজমহলের প্রতিষ্ঠাতা আহসানুল্লাহ মনি প্রেস ক্লাবের পক্ষ থেকে এ সম্মাননা পেয়েছেন।

অনুষ্ঠানের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সোনারগাঁও উপজেলা শিল্প কলা একাডেমির নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর