1. admin@ajkernarayanganj.com : admin :
সোমবার, ১৩ মে ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে এম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডারে করে ২ কোটি টাকার ইয়াবা পাচার, আটক-১ সোনারগাঁয়ে আনারস প্রতীকের প্রার্থী বাবুল হোসেনের পথ সভা বন্দরে মাকসুদ বিজয়ী, ভাইস চেয়ারম্যানে আলমগীর ও শান্তা কলস প্রতীক পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হেলেনা আক্তার আড়াইহাজারে মানবপাচার চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সোনারগাঁয়ে জাকের পার্টির নেতা পরিচয়ে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি থেকে বহিস্কার হলেন জাহাঙ্গীর হোসেন সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপি প্রশিক্ষণ দিচ্ছে ফায়ার সার্ভিস রুপগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রুপগঞ্জে অবৈধ ৬২৪ বস্তা চিনি জব্দ, জরিমানা আড়াইহাজারে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে অন লাইন জটিলতায় মনোনয়নপত্র দাখিল করতে পারেননি দুই প্রার্থী

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২২৬ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অন লাইন জটিলতায় নিধিষ্ট সময়ে মনোনয়নপত্র দাখিল করতে পারলেন না উপজেলা পরিষদ নির্বাচনের দুই প্রার্থী।এ বিষয়ে রোববার বিকেলে দুই প্রার্থীই প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন দিয়েছেন ও অনুলিপি দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তাকে এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে।

দুই প্রার্থী হলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম নান্নু ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলেনা আক্তার।

অভিযোগে তারা উল্লেখ করেন, আসন্ন ২য় ধাপে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন রোববার বিকাল ৪টা পর্যন্ত ছিল। কিন্তু দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত অনলাইন জটিলতার কারনে নিদিষ্ট সময়ে অনলাইনে মনোনয়নপত্র দাখিলে ব্যর্থ হন তারা।এ জন্য মনোনয়নপত্র জমাদানের জন্য সময়ের আবেদন করেছেন।

উপজেলা পরিষদ  নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যা্ন পদপ্রার্থী হেলেনা আক্তার বলেন, এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করে জেলা রিটানিং কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তাকে অনুলিপি দেওয়া হয়েছে। কাল সোমবার হাইকোর্টে রিট করা হবে।

উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল আলম বলেন, দুপুর ৩টপ থেকে ৪টা পর্যন্ত অনলাইন জটিলতায় দুই প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা হয়নি।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও রিটানিং কর্মকর্তা মো:সাকিব আল রাব্বি বলেন, এ বিষয়ে একটি আবেদনের অনুলিপি পেয়েছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর