সোনারগাঁ প্রতিনিধিঃ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ সোহাগ রনির উদ্যোগে মোগরাপাড়া এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
এসময় দোয়া ও মুনাজাত শেষে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ জামাল তোতা, বীরমুক্তিযোদ্ধা শাহআলম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মাঈন মিয়া, যুবলীগ নেতা কাজী বাবুল, জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুজ্জামান পিঞ্জর, উপ মানব সম্পদ উন্নয়ন সম্পাদক নাজমুল হাসান,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সোহান মোল্লা,সদস্য আস্তিক বীন মনির,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা ও সনমান্দী জনকল্যাণ সংস্থার সভাপতি হাসানুজ্জামান কিরন, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সজল চন্দ্র ঘোষ, মোগড়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম হৃদয়, সাধারণ সম্পাদক তওহীদ প্রমুখ।