1. admin@ajkernarayanganj.com : admin :
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৩৩ পূর্বাহ্ন

সোনারগায়েঁ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় ধর্ষক গ্রেপ্তার

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২২১ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় মো:আশরাফুল নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গত রোববার রাতে সোনারগাঁ উপজেলার তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী মো:আশরাফুল উপজেলার জামপুর ইউনিয়নের উটমা গ্রামের আমির হোসেনের ছেলে।

গতকাল সোমবার বিকেলে র‌্যাব-১১ গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ধর্ষণের শিকার হওয়া কিশোরী (১৩) একজন বুদ্ধি প্রতিবন্ধী। গ্রেপ্তারকৃত আসামী মো:আশরাফুল ওই কিশোরীর নিকট আত্মীয় এবং বাড়ি পাশাপাশি হওয়ায় প্রায় সময় তাদের বাড়িতে আসা যাওয়া করতো। তারই প্রেক্ষিতে গত ১১ অক্টোবর সকালে কিশোরীর মা নিজ বসত ঘরের পাশে কাজ করছিল সেই সুযোগ গ্রেপ্তারকৃত মো: আশরাফুল কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ওই কিশোরী চিৎকার শুনে তার মা ঘরের মধ্যে প্রবেশ করলে আশরাফুল দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন কিশোরীর ভাই বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামীকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহাবুব আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর