1. admin@ajkernarayanganj.com : admin :
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৩৪ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে ২ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৮৯ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ২’শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পযর্ন্ত সোনারগাঁও পৌরসভার অর্জন্দী ও নোয়াইল গ্রামের অবৈধ গ্যাস সংযোগ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। এসময় ১ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাসের পাইপ তুলে ফেলা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মো.মনিরুজ্জামান বলেন, সোনারগাঁও পৌরসভার অর্জুন্দী ও নোয়াইল গ্রামের আবাসিক বাসাবাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে রান্নার কাজ চালিয়ে আসছে। অবৈধ গ্যাস সংযোগের ফলে এ এলাকার বাসিন্দারা সরকারকে রাজস্ব ফাকিঁ দিচ্ছেন।
তিনি আরও বলেন, এরই মধ্যে সোনারগাঁ উপজেলার প্রায় শতভাগ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পূর্নরায় অবৈধ গ্যাস সংযোগ স্থাপনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
সময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানির মেঘনা ঘাট অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, জহুরুল ইসলাম সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর