1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে ১৪ মাস প্রেম করে বিয়ে, স্ত্রীকে রেখে পালিয়েছেন স্বামী

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৫৭৩ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: ১৪ মাস প্রেম করে ৫ লাখ টাকা কাবিনে বিয়ে করে লাপাত্তা হয়েছেন মোশারফ খাঁন নামের এক যুবক। তার বাড়ি নারায়নগঞ্জের সোনারগাঁয়ের হাতখোপা গ্রামে। সে ওই গ্রামের মো:হাফেজ খানের ছেলে মোশারফ খাঁন। তাকে দুই বছর ধরে খোঁজছেন তার স্ত্রী পলি আক্তার।

জানা যায়, সোনারগাঁও পৌরসভার হাতখোপা এলাকায় ২০২১ সালে মা ও ছেলেকে নিয়ে ভাড়া থাকেন পলি আক্তার। ওই সময় হাত পায়ে ধরে পলির সাথে প্রেমের সম্পর্কে জড়ান মোশারফ খাঁন। শুধু প্রেম নয় একাধিকবার শারিরিক সম্পর্ক করেন মোশারফ খাঁন। এরপর ২০২২ সালের জুন মাসে ৫ লাখ টাকা কাবিনে স্থানীয় কাজি অফিসে গিয়ে বিবাহ করেন দুজনে। বিয়ের পর থেকে শুরু হয় তালবাহনা। এর কিছুদিন পর এলাকা থেকে পালিয়ে যান।

পলি আক্তার বলেন, ১৪ মাস প্রেম করে আমার সাথে শারিরিক সম্পর্কও করে পরে ২০২২ সালের জুন মাসে ৫ লাখ টাকা দেনমোহরে (কাবিন)বিবাহ হয়। বিয়ের পর থেকে মোশারফ আমার সাথে তালবাহানা শুরু করে। এ নিয়ে স্থানীয় ভাবে কয়েকবার তাদের বাড়িতে গেলেও তার বাবা-মা আমাকে মেনে নেয়নি। আমাকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তখন থেকে মোশারফ উদাও। তার কোনো খোজ নাই। শুনেছি সে নাকি দেশের বাহিরে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, আমার প্রথম স্বামীর সাথে মিল না থাকায় ডিভোর্স হয়ে যায়। ওই সময় মোশারফ খানের এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকার সময় তার সাথে প্রেমের সম্পর্ক হয়। আমার বাসা ভাড়াও দিতেন তিনি ওই সময়। আমার একটি ছেলে রয়েছে আর ওই ছেলে সহ তিনি আমাকে বিবাহ করেন।  বিয়ের পর থেকে আর কোনো খোঁজ নেই তার। আমি এখন অন্যের বাসায় কাজ করে জীবন চালাচ্ছি। ছেলে খরচ ও জীবন চালাতে হিমসিম খেতে হচ্ছে তাকে। এসময় কয়েকবার অসুস্থ হয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিয়েছি।

স্থানীয় কাসেম মোল্লা বলেন, এ মেয়েকে বিবাহ করেছে এটা সত্য। স্থানীয়ভাবে কয়েকবার মিমাংশা করার চেষ্টা করেছি তবে সমাধান হয়নি।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর