1. admin@ajkernarayanganj.com : admin :
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:১৭ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে শিশু খাদ্যে ভেজালে তিন লাখ টাকা জরিমানা

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভেজাল শিশু খাদ্য উৎপাদন করায় এলসন গ্রুপে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গতকাল সোমবার দুপুরে উপজেলার কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমান ভেজাল খাবার ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা বলেন, উপজেলায় দীর্ঘদিন যাবত নুরুল ইসলামের মালিকানাধীন কোম্পানীতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য লিচু, কেক, জুস, চকলেট, ক্যান্ডি চকোলেট উৎপাদন হয়ে আসছিল। এছাড়া কারখানায় কিছু উৎপাদিত পণ্য মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়। বাংলাদেশ নিরাপদ খাদ্য আইনে তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১বছরের সশ্রম কারাদন্ড এবং আগামী এক মাসের মধ্যে কোম্পানীর উৎপাদিত পরিবেশ ঠিক করা না হলে কঠোর শাস্তি প্রদান করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান
তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার ও উর্ধ্বতন কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর