1. admin@ajkernarayanganj.com : admin :
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৩৭ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে শান্তি মিছিল ও বিক্ষোভ

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৪৩৭ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি: বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে রোববার সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর ও মেঘনা টোল প্লাজা এলাকায় সতর্ক অবস্থানে শান্তি মিছিল ও বিক্ষোভ করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

এদিকে সকাল থেকেই বিএনপির হরতালের প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল করতে দেখা গেছে।
অবৈধ হরতাল মানি না, মানব না, যে হাতে গাড়ি পোড়ায়, সেই হাত পুড়িয়ে দাও, শেখ হাসিনার সরকার বারবার দরকার। নেতাকর্মীদের এমন স্লোগানে মুখরিত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে শান্তি মিছিল ও বিক্ষোভে অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হোসাইন, মাহাবুব পারভেজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর