1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে তীব্র তাপাদাহ মোকাবেলায় খামারীদের নিয়ে সভা

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩৩২ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তীব্র তাপাদাহ মোকাবেলায় গবাদিপশুর খামারীদের নিয়ে সভা করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা বৈদ্দ্যের বাজার ইউনিয়নের ছনপাড়া এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে খামারীদের নিয়ে তীব্র তাপাদাহ মোকাবেলায় করণীয় সভা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মুহাম্মদ ফারুক আহমদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা ডা.রাশনা রাহাত সাউকি, উপজেলা উপ-সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা তাবারক হোসেন ভূইয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মুহাম্মদ ফারুক আহমদ বলেন, গবাদিপশুকে তীব্র তাপাদাহ থেকে বাচাঁতে ভিটামিন সি, গ্লোকজযুক্ত পানি  ও সাধারন পানি বেশি করে খাওয়ানো জন্য। খামারের চালে পানি দিতে ও কাপড় বা ছালার চট পানিতে ভিজিয়ে চালে এবং ঘরের ভিতরেও ভিজা ছালার চট ভিছিয়ে দেওয়া। গোয়াল ঘরে বৈদ্যুতিক পাখা ব্যবহার করা, চার পাচঁ বার গবাদিপশুকে গোসল করানো। সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত খাবার কম পরিমানে দেওয়া। বিশেষ করে এসময় কৃষি নাশক ও সকল প্রকার টিকা না দেওয়ার জন্য পরামর্শ  প্রদান করেন।

এসময় তিনি খামারীদের সর্বজনীন পেনশন স্কিমের সুবিধা নিয়েও আলোচনা করেন। পরে তিনি ওই ইউনিয়ন ও পিরোজপুর ইউনিয়নের গবাদিপশুর খামার ও বয়লার মুরগির কয়েকটি খামারে গিয়ে খামারীর সাথে তীব্র তাপাদাহ মোকাবেলার বিষয়ে পরামর্শ দেন।

 

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর