1. admin@ajkernarayanganj.com : admin :
বুধবার, ১৭ জুলাই ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ের অনুমোদনহীন হাসপাতাল বন্ধ করা হবে: ডা.সামন্ত লাল সেন।

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ২২৯ বার পঠিত
oplus_2

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: অ্যানেস্থেটিক ড্রাগস হ্যালোজেন ব্যবহার সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে। যে বিক্রয় করবে তাকেও শাস্তি দিবো, যে হাসপাতাল ব্যবহার করবে তাকেও শাস্তি দিবো এবং যদি কোনো চিকিৎসক ব্যবহার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেন স্বাস্থ্য মন্ত্রী ডা.সামন্ত লাল সেন। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমার মন্ত্রী হওয়ার পরে আমার প্রথম গান ছিল প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবাটাকে পৌছে দেওয়া। স্বাস্থ্যসেবাকে প্রান্তিক পর্যায়ে পৌছে দিতে হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সাবলম্বী করতে হবে। এই হাসপাতালের এনসিডি কর্নারের মাধ্যমে রোগীর রক্তচাপ, ডায়াবেটিক, ক্যানসার সহ নানা রোগের চেকাপ করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এনসিডি কর্নারের উপর জোর দিচ্ছে। সে হিসেবে উপজেলা স্বাস্থ্য সেবাকে উন্নত করতে পারলে ঢাকার হাসপাতাল গুলোতে ভীর হবেনা। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপতালে রেডিও গ্রাফার কেনো নিয়মিত না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। স্থায়ীভাবে খুব দ্রুত একজন রেডিও গ্রাফার দেওয়া হবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আশপাশের যেসকল বেসরকারী হাসপাতালের অনুমোদন ও স্বাস্থ্য সম্মত চিকিৎসা ব্যবস্থা নেই সেগুলো বন্ধ করে দেওয়া হবে।

মন্ত্রী বলেন, সোনারগাঁয়ের অনুমোদনহীন হাসপাতাল খুব দ্রুত বন্ধ করা হবে। পাশাপাশি মানহীন হাসপাতালগুলো চিহিৃত করে মোবাইল কোর্ট পরিচালনার কথাও বলেন।

সফরে মন্ত্রী সোনারগাঁয়ের লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, বারদী কমিউনিটি ক্লিনিক ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের জরুরী বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, এনসিডি কর্নার পরিদর্শন ও এক্সরে কক্ষ পরিদর্শন করে রেডিও গ্রাফার না থাকায় ক্ষোপ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ সহ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর