সোনারগাঁ প্রতিনিধিঃ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় বৃক্ষরোপন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার(২০ অক্টোবর) সকালে সোনারগাঁও পৌরসভার আদমপুর বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নগদের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলকের উদ্যোগে বৃক্ষরোপন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ হোসাইন, সোনারগাঁ পৌরসভার ছাত্রলীগ এর সভাপতি পদপ্রার্থী মোঃ হৃদয় শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ আরিফুর রহমান (তুহিন),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মোঃ মামুন সিরাজ,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহাসচিব মো: মীযানুর রহমান প্রমুখ।